দেশে নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা অসম্ভব : আল্লামা শফী
দেশে নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা কোনোভাবেই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী। তিনি ইসলামের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রের ব্যাপারে সাধারণ মুসলমান ও ওলামা-মশায়েখদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
শুক্রবার বিকালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জামেয়া ইসলামিয়া নানুপুর ওবাইদিয়া মাদ্রাসায় দাওরায়ে হাদিস সমাপনী বর্ষের গ্রন্থ বোখারী শরিফের আখেরি দরস ও বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। ইসলামবিদ্বেষীদের কারণে ঈমান নিয়ে দেশে বাস করাটাই এখন কঠিন হয়ে পড়েছে।
আল্লামা শফী অভিযোগ করেন, দাড়ি-টুপি ও হিজাব পরিহিত মুসলমান নারী-পুরুষ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। আলেম-ওলামা ও কওমি মাদ্রাসার বিরুদ্ধে নানা কুৎসা রটানো হচ্ছে।
দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানিয়ে তরুণ আলেমদের উদ্দেশে এই বর্ষীয়ান ইসলামি চিন্তাবিদ বলেন, নাস্তিকরা দেশে যা শুরু করেছিল, আর কিছুদিন যদি ওরা এসব চালু রাখত, তবে বাংলাদেশে ইসলাম ও ঈমান বাকি থাকত না।