রানা প্লাজা থেকে ফের হাড়-খুলি উদ্ধার
বহুল আলোচিত সাভারের রানা প্লাজার পেছনের ধ্বংসস্তূপ থেকে কয়েকটি হাড় ও একটি মাথার খুলি উদ্ধার হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে পথশিশুরা খেলতে গিয়ে এ হাড়-খুলির সন্ধান পায়। পরে স্থানীয় তিন-চারজন পথশিশুর কাছ থেকে এসব হাড়-খুলি নিয়ে রানা প্লাজার সামনে স্থাপিত স্মৃতিস্তম্ভের বেদিতে রেখে পুলিশকে খবর দেয়া হয়।
খবর পেয়ে পুলিশ এসে এসব হাড়-খুলি থানায় নিয়ে যায়। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। উল্লেখ্য, গত বছরের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়ে। এতে ১১ শতাধিক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। ১৪ মে সেখানে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়। এরপর কয়েক দফা রানা প্লাজার পাশে ফেলে রাখা ধ্বংসস্তূপ থেকে কঙ্কাল ও মাথার খুলিসহ হাড় উদ্ধার হয়েছে।