বিশ্বের সব পরমাণু অস্ত্র ধ্বংসের আহ্বান জানাল ন্যাম
জোটনিরপেক্ষ আন্দোলন (ন্যাম) বিশ্বের সব পরমাণু অস্ত্র ধ্বংস করার আহ্বান জানিয়েছে। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে মন্ত্রী পর্যায়ের বেঠক শেষে বৃহস্পতিবার গৃহীত চূড়ান্ত ইশতেহারে এ আহ্বান জানিয়েছে ন্যাম।
এছাড়া ইশতেহারে আল কুদসকে (জেরুজালেম) রাজধানী করে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আহ্বানও জানানো হয়েছে।
শান্তি, আন্তর্জাতিক নিরাপত্তা এবং উন্নয়নের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রয়োজনীয়তার কথাও চূড়ান্ত ইশতেহারে তুলে ধরা হয়েছে।
‘শান্তি ও অগ্রগতির লক্ষ্যে সংহতি জোরদার’র মূলমন্ত্রকে সামনে রেখে গত সোমবার এ সম্মেলন শুরু হয়েছিল। একটি শক্তিশালী প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এ সম্মেলনে যোগ দেন। জারিফ গত বুধবার বলেন, সদস্য দেশগুলোর মধ্যে সংহতি জোরদার করে ন্যাম বর্তমান বিশ্বের চ্যালেঞ্জগুলো নিরসনে কাজ করছে। রয়টার্স