স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে প্রচার অভিযান শুরু
স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে অনুষ্ঠেয় গণভোট নিয়ে প্রচার অভিযান শুরু হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর এই গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১৬ সপ্তাহব্যাপী প্রচার অভিযান শেষে গণভোটের মাধ্যমে স্কটল্যান্ডের ৪০ লাখ ভোটার সিদ্ধান্ত নেবেন-তারা যুক্তরাজ্যের সঙ্গে থাকবেন নাকি স্বাধীন হবেন।
প্রকাশিত খবরগুলো থেকে আপাতত মনে করা হচ্ছে, যুক্তরাজ্যের সঙ্গে থাকার পক্ষেই পাল্লা ভারি। তবে প্রচার অভিযানের মাধ্যমে ভোটারদের মত পাল্টানো যাবে এবং শেষ পর্যন্ত স্কটল্যান্ডবাসী স্বাধীনতার পক্ষে হ্যাঁ ভোট দেবেন বলে স্বাধীনতাকামীরা মনে করছেন।
যুক্তরাজ্য ত্যাগ করলে স্কটল্যান্ডের অর্থনৈতিক সুবিধা-অসুবিধার ব্যাপারগুলোই প্রচারের মূল বিষয় হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, স্বাধীন হলে স্কটল্যান্ডের অর্থনীতি চাঙ্গা হয়ে উঠবে।
স্কটল্যান্ডের প্রথমমন্ত্রী আলেক্স সালমন্ড বুধবার বলেছেন, স্বাধীন হলে কোনো কর বৃদ্ধি করা ছাড়াই একটানা ১৫ বছর বার্ষিক ৫০০ কোটি পাউন্ড স্টারলিং করে বাড়তি রাজস্ব আয় করা যাবে।
স্কটিশ সরকারও বলেছে, স্বাধীন হলে কিছু পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সরকারের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি বাড়বে। এ সব পদক্ষেপের মধ্যে শিশু-যত্ন ও শিক্ষাখাতের ব্যয়ের বিষয়সহ কোম্পানির লভ্যাংশ এবং বিমান ভাড়ার ওপর কর হ্রাসের বিষয়গুলো রয়েছে। এ ছাড়া, ব্রিটেনের নর্থ সী’র তেল ও গ্যাস উৎপাদন খাতে স্কটল্যান্ডের শেয়ার থেকেও বড় অংকের রাজস্ব-কর বাড়ানো সম্ভব বলেও ধারণা করা হচ্ছে।