বিজিবি সদস্যের লাশ হস্তান্তর
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মিজানুর রহমানের লাশ হস্তান্তর করেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। লাশ শনাক্ত হওয়ার পর শনিবার সন্ধ্যা ছয়টার দিকে হস্তান্তর করা হয়।
লাশ হস্তান্তরের বিষয়টি বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ নিশ্চিত করেছেন। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘লাশ হস্তান্তরের পর এখন সীমান্তে শান্ত অবস্থা বিরাজ করছে।’ তিনি বলেন, ‘আগামী ৩ জুন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হবে। এ ছাড়া আগামী ১০ জুন মিয়ানমারে বিজিবি-বিজিপির মহাপরিচালক পর্যায়ে বৈঠক হবে।’
শনিবার বিকেলে নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের পাইনছড়ির ৫২ নম্বর পিলারে লাশ হস্তান্তর বিষয়ে বিজিবি ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে বৈঠক হয়।