সানডে টাইমসের অভিযোগ
বিশ্বকাপের আয়োজক হতে ৫০ লাখ ডলার ঘুষ
আগামী ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে সমর্থনের জন্য আফ্রিকাকে পাঁচ মিলিয়ন ডলার ঘুষ দেয়ার অভিযোগ উঠেছে কাতারের এক সাবেক কর্মকর্তার বিরুদ্ধে। ব্রিটিশ পত্রিকা সানডে টাইমস এ অভিযোগ করে।
মোহাম্মদ বিন হাম্মাম এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সাবেক প্রেসিডেন্ট ছিলেন।
পত্রিকাটি অভিযোগ করে, কাতারে ফিফার নির্বাহী সদস্য মোহাম্মদ বিন হাম্মাম আগামী ২০২২ সালের বিশ্বকাপে আয়োজক দেশ হতে সমর্থনের জন্য আফ্রিকাকে ৫০ লাখ ডলার ঘুষ দিয়েছেন।
তারা দাবি করে, এ অভিযোগ সংক্রান্ত কয়েক লাখ মেইল ও দলিল আমাদের কাছে এসেছে। যেখানে বলা হয়েছে, কাতারের ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক কর্মকর্তা মোহাম্মদ বিন হাম্মাম বিশ্বকাপ আয়োজনে কাতারকে সমর্থন দিতে ফুটবলের শীর্ষ কর্মকর্তাদের নগদ অর্থ ঘুষ দিয়েছেন।
তারা আরো অভিযোগ করে, ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটারের নিয়ন্ত্রণাধীন আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশনের শীর্ষ ৩০ জন কর্মকর্তাদের অ্যাকাউন্টে দুই লাখেরও বেশি ডলার পাঠিয়েছেন হাম্মাম। শুধু তা-ই নয় ফিফার সাবেক ভাইস প্রেসিডেন্ট জ্যাক ওয়ার্নারের ব্যাংক অ্যাকাউন্টে এক কোটি ৬০ লাখ ডলার ঘুষ দিয়েছেন।
২০১০ সালে যে ২২ কর্মকর্তা আগামী ২০১৮ সালে রাশিয়াকে ও ২০২২ সালে কাতারকে আয়োজক দেশ হিসেবে সমর্থন দিয়েছিল জ্যাক ওয়ার্নার তাদেরই একজন।