মিসরে পুলিশের গুলিতে ৪ মুরসি সমর্থক নিহত
মিসরে শুক্রবার বিক্ষোভকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসির চারজন সমর্থক নিহত হয়েছেন। রাজধানী কায়রোর পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটে। মুরসি সমর্থক ন্যাশনাল এলিয়েন্স ফর দ্য ডিফেন্স অব লেজিটিমিসির একটি সূত্র এ খবর জানায়।
সূত্র জানায়, আইন শামস জেলায় সমাবেশ ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে দুই মহিলাসহ এ চার ব্যক্তি নিহত হন। এ সময় আরো কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর কাছ থেকে এ হতাহতের ঘটনা সম্পর্কে অবশ্য কোনো মন্তব্য জানা যায়নি। মিসরে সদ্যসমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের প্রতিবাদ জানাতে শুক্রবার মুরসির সমর্থকেরা দেশব্যাপী বিক্ষোভের আয়োজন করে। শত শত লোক এসব প্রতিবাদ-বিক্ষোভে অংশ নেন। প্রায় প্রতিদ্বন্দ্বিতাহীন ও অতি সামান্য ভোটার উপস্থিতিতে এ নির্বাচনে মুরসিকে উৎখাতকারী সাবেক সেনাপ্রধান জে: আব্দুল ফাত্তাহ আল সিসি নিরঙ্কুশ জয়ী হয়েছেন। মুরসির দল মুসলিম ব্রাদারহুড তাদের আহ্বানে সাড়া দিয়ে ব্যাপকভাবে ভোট বর্জন করার জন্য জনগণকে অভিনন্দন জানিয়েছে। বিশ্লেষকেরা জানিয়েছেন, মুরসিকে উৎখাতের পর সেনাবাহিনী ক্ষমতা নিয়ন্ত্রণের যে নীলনকশা তৈরি করেছে তারই রাজনৈতিক উত্তরণের অংশ হিসেবে সিসিকে ক্ষমতায় আনা হলো এ নির্বাচনের মাধ্যমে।