পোলিও সার্টিফিকেট ছাড়া পাকিস্তানিরা বিদেশ যেতে পারবে না

Whoপাকিস্তানের কোনো নাগরিক পোলিও টিকা দেয়া সংক্রান্ত সার্টিফিকেট ছাড়া বিদেশ সফর করতে পারবেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু’র এ নির্দেশ আজ (রোববার) থেকে বাস্তবায়ন শুরু হয়েছে।
পাকিস্তানে এখন পর্যন্ত পোলিও নির্মূল হয়নি বরং পোলিও আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। পাকিস্তানিদের মাধ্যমে যাতে এ রোগটি অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে না পারে, সে লক্ষ্যেই এ নির্দেশনা জারি করেছে হু। গত ৫ মে হু’র পক্ষ থেকে এ নির্দেশনা দেয়া হলেও ১ জুন থেকে তা বাস্তবায়নের কথা বলা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু বলেছে, বিশ্বে যেসব দেশের মাধ্যমে পোলিও ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে, তার মধ্যে সবার আগে রয়েছে পাকিস্তান, ক্যামেরুন ও সিরিয়া। সাধারণত পাঁচ বছরের কম বয়সী শিশুরা এ রোগে আক্রান্ত হয় এবং কখনো কখনো দূষিত পানির মাধ্যমেও এটি ছড়িয়ে পড়ে। তবে এ রোগের সুনির্দিষ্ট কোন চিকিৎসা নেই। তবে কিছু টিকা রয়েছে। পাকিস্তানে তালেবানের মতো কিছু উগ্র গোষ্ঠীর বিরোধিতার কারণে পোলিও টিকা কর্মসূচি পুরোপুরি বাস্তবায়ন করা যাচ্ছে না।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button