ভারতের অঙ্গরাজ্য তেলেঙ্গানার আত্মপ্রকাশ
ভারতের ভৌগোলিক ইতিহাসে নতুন অধ্যায় সূচিত হয়েছে। রবিবার মধ্য রাতে এটি দেশটির ২৯তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘তেলেঙ্গানা’। সোমবার রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির (টিআরএস) প্রধান কে চন্দ্র শেখর রাও।
এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, কয়েক দশকের সংগ্রামের পর অন্ধ্র প্রদেশ থেকে আলাদা হয়ে নতুন রাজ্যটির জন্ম হলো। এই আন্দোলনে নেতৃত্ব দেয়া টিআরএসের সমর্থকরা বিজয় উদযাপনের পরিকল্পনা করছেন।
তেলেঙ্গানার অধিবাসীরা সুদীর্ঘকালব্যাপী এ অঞ্চলকে নিগৃহীত মনে করে আসছিলেন। এবার আপন ফসলের সুষম বণ্টনে নিজেদের গুছিয়ে নেয়ার জন্যে একটি স্বায়ত্বশাসিত রাজ্য পেলেন তারা।
এটি প্রায় ৩ কোটি ৫০ লাখ অধিবাসী, হায়দারাবাদ শহর এবং ১০টি জেলা নিয়ে অন্ধ্র প্রদেশ থেকে পৃথক হয়ে যায়। হায়দারাবাদ শহরটি আগামী ১০ বছর অন্ধ্র প্রদেশ এবং তেলেঙ্গানা দুটি অঙ্গরাজ্যেরই প্রাদেশিক রাজধানী হিসেবে ব্যবহৃত হবে।