জামায়াতের বিচার হবেই : সুরঞ্জিত
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বাংলার মাটিতে যুদ্ধাপরাধী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিচার হবেই। এ নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে থাকার কোনো সুযোগ নেই। কোনো রকম সন্দেহ-সংশয়েরও সুযোগ নেই।
সোমবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত চলমান রাজনীতির ওপর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সুরঞ্জিত সেন বলেন, আজ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ সভা আছে। প্রধানমন্ত্রী দলের উপদেষ্টা পরিষদ, সংসদীয় বোর্ড ও কার্যনির্বাহী সংসদকে ডেকেছেন। আমার মনে হয়, আওয়ামী লীগ একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
তিনি বলেন, জনগণের সঙ্গে গণতান্ত্রিক সরকারের সম্পর্ক থাকে একটি দলের মাধ্যমে। সময়ের দাবি আওয়ামী লীগকে আরও সুসংগঠিত করা। সরকারের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে তাদের কর্মসূচি দিতে হবে।
সুরঞ্জিত বলেন, বাংলাদেশের উন্নয়নের এ সময় মধ্যবর্তী নির্বাচনের দাবি অসাংবিধানিক, অগণতান্ত্রিক ও অবান্তর। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে। শিক্ষার হার আগের চেয়ে বেড়েছে। এই মুহূর্তে মধ্যবর্তী নির্বাচনের দাবি অসাংবিধানিক, অগণতান্ত্রিক ও অবান্তর।
আয়োজক সংগঠনের মহাসচিব হুমায়ূন কবির মিজির সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন মোজাফ্ফর হোসেন পল্টু, হারুন চৌধুরী প্রমুখ।