এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীমের বিরুদ্ধে মামলা
পাঠ্যবইয়ে বিভ্রান্তিকর তথ্য পরিবেশনের অভিযোগে রাজশাহীর একটি আদালতে মুসা ইব্রাহীমের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মুসা ইব্রাহীম দেশের প্রথম এভারেস্ট চূড়া বিজয়ী দাবিদার। রবিবার রাজশাহীর সদর সিনিয়র জজ আদালতে মামলাটি দায়ের করেন দুই আইনজীবী।
আদালত সূত্রে জানা গেছে, রাজশাহী বার এসোসিয়েশনের দুই আইনজীবী আহমেদ ইবনুল ওয়াক্ত এবং হাসান ইমাম আইনজীবী সারওয়ার জাহান সাদির মাধ্যমে ১০১ ধারায় রাজশাহী সদর সহকারী জজ আদালতে মামলাটি দায়ের করেন। বিচারক সুরাইয়া সাহাব মামলার শুনানির জন্য ৯ জুন তারিখ নির্ধারণ করেছেন।
এডভোকেট আহমেদ ইবনুল ওয়াক্ত জানান, পঞ্চম শ্রেণীর ‘আমার বাংলা বই’-এ মুসা ইব্রাহীমের হিমালয় জয় বিষয়ে ‘হিমালয়ের শীর্ষে বাংলাদেশের পতাকা’ নামক একটি নিবন্ধ পরিবেশন করা হয়। নিবন্ধে মুসা ইব্রাহীম অনেক বিভ্রান্তিকর ও মনগড়া তথ্য দিয়েছেন। এ কারণে তিনিসহ আরেকজন আইনজীবী বাদী হয়ে জনস্বার্থে মামলাটি দায়ের করেছেন। মুসা ইব্রাহীম ছাড়াও ওই মামলায় শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকেও বিবাদী করা হয়েছে।