বাংলাদেশে পাচার হচ্ছে লরি ভর্তি ভারতীয় কনডম

ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় জিনিস পাচার হওয়ার কথা এতদিন জানা ছিল। তবে সেই তালিকায় এবার ঢুকে পড়েছে কনডমও। সম্প্রতি পেট্রাপোল সীমান্তে রুটিন চেক করতে গিয়ে শুল্ক দপ্তরের কর্মীরা দেখতে পান লরি ভর্তি কনডম যাচ্ছে বাংলাদেশে। কিন্তু কাগজপত্রে তার কোনও উল্লেখ নেই। বাজেয়াপ্ত করা হয় লরিটিকে। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয় তিনজনকে। তাদের জেরা করেই জানা গেছে, ইতিমধ্যেই ১৪টি লরীতে করে কনডম পাচার হয়েছে বাংলাদেশে।
আটককৃতরা জানায়, কনডমগুলি বিনামূল্যে মানুষের মধ্যে বিলি করার জন্য বিভিন্ন  স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছিল।  কিন্তু সেগুলিই বেআইনিভাবে বাংলাদেশে পাঠানো হচ্ছিল। কিন্তু বাংলাদেশে কনডম পাচারের রহস্য কি সেটাই ভেবে পাচ্ছন না তদন্তকারীরা। ধৃতরাও জানাতে পারেনি কেন সেগুলি বাংলাদেশে পাঠানো হচ্ছিল।
জানা গেছে, এইডস প্রতিরোধে যে সরকারি কর্মসূচি রয়েছে তারই অংশ হিসেবে দিল্লির স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ’পরিবার সেবা’র নামে কন্ডোমগুলি সরবরাহের জন্য পশ্চিমবঙ্গে আনা হয়েছিল। সেগুলিই লবীতে করে পাচার হয়েছে এবং হচ্ছিল ।
তবে শুল্ক দপ্তরের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ) শৈলেন্দ্র সিং জানিয়েছেন, দিল্লির স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কর্তারা বাজেয়াপ্ত করা কনডমের কার্টনগুলি তাদের নয় বলে জানিয়েছে।
শুল্ক দপ্তর সুত্রে জানা গেছে, যে লরীটি বাজেয়াপ্ত করা হয়েছে তার মধ্যে প্রায় দেড় কোটি রুপির দুটি ব্র্যান্ডের কন্ডোম ছিল।  এগুলি বিক্রির জন্য নয় বলে ছাপ দেওয়া রয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button