বিদ্রোহীদের বিরুদ্ধে আমাদের বিজয় নিশ্চিত : আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তার সরকারকে উত্খাত করার লক্ষ্যে লড়াইরত বিদ্রোহীদের বিরুদ্ধে সরকারি সেনাদের বিজয়ের ব্যাপারে তিনি নিশ্চিত। গতকাল সামরিক বাহিনী দিবসের এক বার্তায় তিনি একথা বলেন। প্রেসিডেন্ট আসাদের বার্তাটি রাষ্ট্রীয় টেলিভিশনে পড়ে শোনানো হয়। প্রেসিডেন্ট আসাদ ওই বার্তায় বলেছেন, ‘আমরা যদি বিজয়ের ব্যাপারে নিশ্চিত না থাকতাম তাহলে দুই বছরেরও বেশি সময় ধরে চালানো আগ্রাসন প্রতিহত করার মানসিকতা হারিয়ে ফেলতাম।’
সেনাবাহিনীর উদ্দেশে বাশার আসাদ বলেন, ‘আপনাদের ওপর আমার ব্যাপক আস্থা রয়েছে। জাতীয় দায়িত্ব পালনে আপনাদের সক্ষমতার বিষয়েও আমি আস্থাশীল।’ সিরিয়ায় চলমান যুদ্ধকে আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধের একটি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সেনাবাহিনী বিরল সাহসিকতা দেখিয়েছে।
সিরিয়ায় ২০১১ সাল থেকে বিদেশি মদতে সহিংসতা ছড়িয়ে দেয়া হয়েছে। কয়েকটি প্রতিবেশী দেশের পাশাপাশি পাশ্চাত্য শক্তি ইহুদিবাদবিরোধী প্রেসিডেন্ট বাশার আসাদকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র চালাচ্ছে।