সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু
কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে রাজধানী দামেস্কসহ সিরিয়ার বিভিন্ন অঞ্চলের জনগণ প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে শুরু করেছে। সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে মঙ্গলবার সকাল ৭টায় নির্বাচনের জন্য ভোটকেন্দ্রগুলো খুলে দেয়া হয়।
দামেস্কের একটি মাধ্যমিক বিদ্যালয়ে স্থাপিত ভোটকেন্দ্রে প্রথম ব্যক্তি হিসেবে হুসাম আদ-দীন নামে এক শিক্ষক ভোট দিয়ে বলেন, “আমরা নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য আশাবাদী।”
ভোটগ্রহণ শুরুর ১২ ঘণ্টা পর ভোট নেয়া বন্ধ করার কথা তবে কর্মকর্তারা বলেছেন, প্রয়োজন হলে পাঁচ ঘণ্টা সময় বাড়ানো হবে।
সিরিয়ার ভেতরে এবং বিদেশে বসবাসকারী মোট দেড় কোটি বৈধ ভোটার এ নির্বাচনে ভোট দেবেন। সিরিয়ার ভেতরে ভোট গ্রহণের জন্য ৯,৬০০ ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। অবশ্য, প্রবাসী ভোটাররা গত ২৮ মে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দিয়েছেন। প্রবাসী ভোটারদের মধ্যে শতকরা ৯৫ ভাগ ভোট দিয়েছেন বলে জানা গেছে।
এ নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তবে জনপ্রিয়তার দিক দিয়ে বর্তমান প্রেসিডেন্ট বাশার আল-আসাদই এগিয়ে রয়েছেন। সে কারণে ধারণা করা হচ্ছে- তিনি তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাবেন।
এদিকে দেশটির বিরোধী ও পশ্চিমা দেশসমূহ এই নির্বাচনের তীব্র সমালোচনা করছে।