অ্যাপলের নতুন চমক আইওএস৮

ios8আইফোন অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন আইওএস৮ আনার ঘোষণা দিল অ্যাপল। আইওএস৮ এর মাধ্যমে দ্রুত ও সহজে তথ্য আদান-প্রদান করা যাবে। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে অ্যাপলের সব পণ্যে আইওএস৮ অপারেটিং সিস্টেম ব্যবহার করা যায়।
নতুন এ অপারেটিং সিস্টেমের আরেক চমক ইউনিভার্সাল সার্চ টুল অপশন। এছাড়া ইন্টারেকটিভ নোটিফিকেশনের মাধ্যমে আপনি কোনো অ্যাপ ব্যবহারকালে কেউ কোন ক্ষুদে বার্তা পাঠালে ওই অ্যাপে থেকেই জবাব দিতে পারবেন।
‘কুইক টাইপ’ ফিচার প্রমিজ সাজেশন অপশন থাকবে। ফলে আপনাকে বিস্তারিত কিছু লিখতে হবে না। যেমন-আপনি লিখছেন-ডু ইউ ওয়ান্ট টু গো…..’। পরিবর্তী আপনাকে সাজেশন দেএয়া হবে ‘ডিনার অথবা মুভি’। বর্তমানে এ সুবিধা থাকলেও বানান সমস্যার কারণে তা খুবই স্বল্প।
আইওএস৮ এ অপারেটিং সিস্টেমে থাকছে স্বাস্থ্য বিষয়ক বার্তা।
অ্যাপল জানায়, এ অপারেটিং সিস্টেমের মাধ্যমে আপনি গ্যারেজের দরজা, ঘরের তাপমাত্রাসহ গৃহস্থালির বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণ করতে পারবেন।
স্যান ফ্রান্সিসকোতে সফটওয়্যার ডেভেলপারের ওপর আয়োজিত ২৫তম বার্ষিক সম্মেলনে আইওএস’র নতুন এ অপারেটিং সিস্টেমটি উন্মুক্ত করা হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button