আইএলও’র সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ
আগামী ৩ বছরের জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)’র পর্ষদ কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ২০১৪ সাল থেকে ১০১৭ সাল পর্যন্ত এ কমিটি কার্যকর থাকবে।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুইজারল্যান্ডের রাজধানী জেনেভাতে আন্তর্জাতিক শ্রম সম্মেলনের ১০৩ তম সেশনে এ ভোট অনুষ্ঠিত হয়। সোমবার এ ভোট অনুষ্ঠানে বাংলাদেশ ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়। এ সময় শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল সিপার উপস্থিত ছিলেন।
আইএলও’র পর্ষদ কমিটিতে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে শ্রম বাজারে বাংলাদেশের প্রভাব তৈরি হবে এবং সংস্থটির এজেন্ডা বিন্যাসে অগ্রাধিকার পাবে। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রম আইন বাস্তবায়ন, ত্রিপক্ষীয় পরামর্শমুলক প্রক্রিয়া, সামাজিক সুরক্ষা প্রকল্প, অভিবাসী শ্রমিকদের অধিকারের উন্নয়নসহ নানা বিষয়ে বাংলাদেশ অনুশীলনের সুযোগ পাবে বলেও জানানো হয়।