বাজেট অধিবেশন শুরু

Sangsadদশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। স্পিকার ড: শিরীন শারমিন চৌধুরীর সভাপতিতে মঙ্গলবার বিকেল ৫টায় এ অধিবেশন শুরু হয়। এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদসহ সরকার ও বিরোধীদলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। ৫ জানুয়ারি একতরফা নির্বাচনে বিজয়ের পর এটি বর্তমান সরকারের প্রথম ও বাংলাদেশের ৪৪তম বাজেট।
সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, এবারও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রজেক্টরের মাধ্যমে বাজেট উপস্থাপন ও বক্তৃতা করবেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন। দীর্ঘ আলোচনা শেষে আগামী ৩০ জুন বাজেট পাস হবে। ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের আকার দাঁড়াচ্ছে ২ লাখ ৫০ হাজার ৩০৩ কোটি টাকা। অর্থমন্ত্রী প্রস্তাবিত এ বাজেট ইতোমধ্যে অনুমোদন করেছেন।
বাজেটে সব মিলে আয় ধরা হয়েছে এক লাখ ৮২ হাজার ৫৩০ কোটি টাকা। ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ৩০৩ কোটি টাকা। ঘাটতি রাখা হয়েছে ৬৭ হাজার ৭৭৩ কোটি টাকা।
সংসদে প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ওপর আনীত শোকপ্রস্তাবের সাধারণ আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংসদ সদস্যরা। সংবিধান অনুযায়ী কোনো এমপি মারা গেলে তার শোক প্রস্তাবের ওপর আলোচনা হয়।
শোক প্রস্তাবের ওপর আলোচনার শুরুতেই বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। এরপর আলোচনায় অংশ নেন শামীম ওসমান, কাজী ফিরোজ রশীদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার, এলজিইডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।
সংসদের অধিবেশন ৪ জুন বিকেল চারটা পর্যন্ত মুলতুবি করা হয়েছে। সন্ধ্যা ছয়টা ৩৬ মিনিটে মুলতুবি ঘোষণা করেন স্পিকার ড: শিরিন শারমিন চৌধুরী।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button