দিনদুপুরে গুলি করে বাঙালি মানি এজেন্সির টাকা ছিনতাই : তিন ছিনতাইকারীর ২৩ বছর জেল
পূর্ব লন্ডনের স্টেপনিগ্রীণে বাঙালি মালিকানাধীন মানি ট্রান্সফার প্রতিষ্ঠান ইক্বরা মানি ট্রান্সফার কোম্পানীর ৬০ হাজার পাউন্ড অস্ত্র উচিয়ে, গুলি করে ছিনতাইয়ের ঘটনায় তিন ব্যক্তিকে সর্বমোট প্রায় ২৩ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। দু:সাহিক এই ছিনতাই সংঘটনকালে গুলিবিদ্ধ হয়ে মানি ট্রান্সফার এজেন্সির একজন স্টাফ গুরুতর আহত হয়েছিলেন। এ ঘটনার যুক্ত থাকার দায়ে কারাদন্ড প্রাপ্ত তিনজন হলেন যথাক্রমে সফু মিয়া, রজার ফুলার এবং স্টার্ভস সামিউটিস। গত সপ্তাহে তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়।
স্টেপনিগ্রীনের হোয়াইট হর্স লেইনে গত বছরের সেপ্টেম্বর মাসে এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। অস্ত্রধারী ছিনতাইকারীরা ইক্বরা মানি ট্রান্সফারের গাড়ির গতিরোধ করে প্রকাশ্য দিবালোকে ৬০ হাজার পাউন্ড ছিনিয়ে নিয়ে যায়। এসময় বাঁধা দেওয়ার চেষ্টা করলেন ইক্বরার একজন স্টাফকে গুলি করে ছিনতাইকাররা। এঘটনায় প্রতিষ্ঠানটির অপর দুই স্টাফও আহত হন। গত বৃহস্পতিবার ওল্ডবেইলি কোর্ট এই ঘটনায় যুক্ত থাকার দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করে। এরমাঝে ২৩ বছর বয়েসি সফু মিয়ার ৮ বছর, রজার ফুলার ১৮ মাস এবং স্টার্ভস সামিউটিসের ১৪ বছরের জেলদ- হয়। ঘটনাস্থলের সিসিটিভি ফূটেজ এবং মোবাইল ডাটা থেকে অপরাধীদের সনাক্ত করা হয়।বাংলা টাইমস