আইসল্যান্ডে নির্মিত হচ্ছে প্রথম মসজিদ
ইউরোপের দেশ আইসল্যান্ডের মুসলমানদের জন্য নির্মিত হচ্ছে দেশের প্রথম মসজিদ। রাজধানী শহর রিকজাভিকে আগামী সপ্তাহ থেকে মসজিদটির নির্মাণ কাজ শুরু হবে। সিটি কাউন্সিল গত বছর মসজিদটি নির্মাণের জন্য জমি অনুমোদন করেছিল।
আইসল্যান্ড মুসলিম অ্যাসোসিয়েশন ও আইসল্যান্ড ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের যৌথ উদ্যোগে দ্বীপটির ১২০০ মুসলমানদের জন্য মসজিদটি নির্মাণ করা হচ্ছে।
আইসল্যান্ড মুসলিম এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ইব্রাহিম এসবারির অ্যাগনারসন জানান, মসজিদটি হবে ৮,৬০০ বর্গফুটের।
এতে থাকবে একটি নামাজের কক্ষ, একটি কমিউনিটি সেন্টার, একটি লাইব্রেরি এবং ৩০ ফুট উচ্চতার একটি মিনার। মসজিদটি নির্মাণে ব্যয় হবে ৩৩ লাখ ডলার বা ২৬ কোটি টাকা।
তবে কেউ কেউ মসজিদটি নির্মাণের বিরোধিতা করেছে। ফেসবুকভিত্তিক একটি সংগঠন ইতোমধ্যে প্রকল্পটি বন্ধ করতে বলেছে। তাছাড়া যেখানে মসজিদটি নির্মাণ করা হবে সেখানে তিনটি শুকরের মাথা ও পবিত্র কুরআনের কিছু রক্তাক্ত পৃষ্ঠা ফেলে রাখা হয়।