আফগানিস্তানে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৫০
আফগানিস্তানের বাগলান প্রদেশে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৫০ জনে দাঁড়িয়েছে। এছাড়া, এখনো কয়েকশ’ মানুষ নিখোঁজ রয়েছে। বিভিন্ন খবর থেকে জানা গেছে- নিহতদের মধ্যে রয়েছে বেশ কয়েকজন নারী ও শিশু। বাগলান প্রদেশের দুর্গম পাহাড়ি এলাকা থেকে এসব নারী ও শিশুর লাশ উদ্ধার করা হয়।
গত শুক্রবার সন্ধ্যা থেকে বাগলানের গোজার গাহে নূর জেলায় মুষলধারে বৃষ্টি শুরু হয় এবং সারারাতের বৃষ্টি থেকে মারাত্মক বন্যা দেখা দেয়। জেলা পুলিশ কর্মকর্তা জাভেদ বাশারাত জানান, লোকজন তাদের ঘর-বাড়ি, সম্পদ, ফসলের ক্ষেত এবং গবাদি পশু সবই হারিয়েছে। বেঁচে থাকার জন্য এখন আর তাদের কাছে কিছুই নেই।
বাগলান প্রদেশের গভর্নর সুলতান মুহাম্মাদ এবাদি চলমান বন্যাকে ‘ভয়াবহ’ উল্লেখ করে বলেছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। বন্যা কবলিত পরিবারগুলোর জন্য জরুরিভিত্তিতে ত্রাণ সহায়াত দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। এলাকাটি গত কয়েক সপ্তাহে দফায় দফায় বন্যার কবলে পড়েছে।