মুফতি ওয়াক্কাস কারামুক্ত
১৯ দলীয় জোটের অন্যতম শরিক জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব, হেফাজতে ইসলামের নায়েবে আমির ও সাবেক প্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস জামিনে মুক্তি পেয়েছেন।
রবিবার বিকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। তার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলায় জামিন পাওয়ার পর তাকে মুক্তি দেয়া হয়। জমিয়তের প্রচার সম্পাদক ওয়ালীউল্লাহ আরমান তার মুক্তির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গত বছরের ২ সেপ্টেম্বর কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের (বেফাক) একটি মিটিং চলাকালে রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া থেকে তাকে গ্রেফতার করে। হেফাজতে ইসলামের ঘটনায় দায়ের একাধিক মামলার আসামি তিনি।