ফ্রান্সে বাংলাদেশী প্রবাসীদের সম্মানে আয়েবার ইফতার মাহফিল

Bishwaআবু তাহির, ফ্রান্স: বাংলাদেশের সাথে ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রীয় দ্বিপাক্ষিক সমঝোতা এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদিকে প্রাধান্য দিয়ে ইউরোপে অবস্তানরত স্হানীয় নাগরিকদের সাথে একই দেশে বসবাসরত বাংলাদেশের নাগরিকদের বন্ধুত্বপুর্ন সম্পর্ক চলমান রাখতে কাজ করে যাচ্ছে আয়েবা। প্রবাসীদের নাগরিক অধিকার আদায়ের লক্ষ্যে শুরু থেকে এ পর্যন্ত সম্পুর্ন ইতিবাচক ভাবে আয়েবা তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।গত পহেলা অগাষ্ট প্যারিসের ওভারবিলায় অবস্তিত বাংলাদেশী মসজিদে আয়েবার উদ্যোগে অনুষ্টিত ইফতার মাহফিলের শুভেচ্ছা বক্ত্যব্যে আয়েবার সাধারন সম্পাদক প্যারিসের বাংলাদেশী কমিউনিটি ব্যক্তিত্ব কাজী এনায়েত উল্লাহ এসব কথা বলেন।তিনি আয়েবার ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে  বলেন বাঙালি সংস্কৃতী,ইতিহাস ঐতিহ্য কে ইউরোপ ব্যাপী পরিচিত করার লক্ষ্যে কাজ করে যাবে আয়েবা।তিনি তার বক্ত্যব্যে গ্রীসে খামার মালিক কতৃক বাংলাদেশীদের উপর পরিচালিত নির্যাতনের কথা তুলে ধরে আয়েবার অগ্রনী ভুমিকার কথা বলেন।ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশী প্রবাসীদের অধিকার তথা বাংলাদেশ সরকার থেকে প্রবাসীদের সু্যোগ সুবিধা আদায় করার  বৈজ্ঞানিক পরিকল্পনার সম্ভাবনাময়
ছক তুলে ধরে প্যারিসের সকল বাংলাদেশীদের কে আয়েবার সদস্য হওয়ার আহবান জানান।আয়েবার ভিশন এবং মিশন উল্লেখ করে তিনি বলেন সর্বোপরি প্রবাসে কমিউনিটি ডেভেলাপমেন্ট এবং বাংলাদেশে কান্ট্রি ডেভেলাপমেন্টের মাধ্যমে বাংলাদেশকে সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাবে আয়েবা। সভায় অন্যান্যদের মাঝে উপস্তিত ছিলেন আয়েবার সহ সভাপতি ফখরুল আকম সেলিম,সহ সাধারন সম্পাদক শহীদুল আলম মানিক,ব্যাবসা ও অর্থনীতি বিষয়ক সম্পাদক হেনু মিয়া,সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম নাসিম,সহ সাংগঠনিক সম্পাদক মনির আহমদ,সম্মানিত সদস্য কামাল মিয়া,মাইনুর রহমান।
সভায় আয়েবার সহ সভাপতি ফখরুল আকম সেলিম প্যারিসের সকল প্রবাসী বাংলাদেশীদের শুভেচ্ছা প্রদান করে বলেন আমরা অত্যন্ত আশাবাদী আয়েবার মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের অধিকার প্রতিষ্টিত হবে।তিনি প্যারিসের সকল বাংলাদেশীদের কে আয়েবার সকল কর্মকান্ডে অংশগ্রহন করার আহবান জানান ও আয়েবার পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
অনুষ্টানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্তিত ছিলেন সিলেট বিভাগ সমাজ কল্যান সমিতির অন্যতম উপদেষ্টা সোনাম উদ্দীন খালিক,বাংলাদেশ ইয়ুথ ক্লাবের সাধারন সম্পাদক টি এম রেজা,কমিউনিটি নেতা ওয়াহিদ বার তাহের,সালেহ আহমদ চৌধুরী,সহ কমিউনিটির বিভিন্ন সামাজিক সাংস্কৃতীক সংগঠনের নেতৃবৃন্দ এবং বাংলা মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ইফতার মাহফিল থেকে দেশ জাতির কল্যানে মোনাজাত অনুষ্টিত হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button