নিহত ২৬, ৩ বিমান পুড়ে ছাই
করাচি বিমান বন্দরে বন্দুকধারীদের ভয়ংকর হামলা
পাকিস্তানের করাচি আন্তর্জাতিক বিমান বন্দরে ভয়ংকর হামলা চালিয়েছে বন্দুকধারী সন্ত্রাসীরা। হামলায় ২৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১০ হামলাকারীও রয়েছেন। পুড়িয়ে দেয়া হয়েছে বিমানবন্দরের ৩টি বিমান। রবিবার রাতে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। বিমানবন্দরে সন্ত্রাসীদের হামলা নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনীর সদস্যদের জরুরি তলব করেছে প্রশাসন।
পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র অসীম বাজওয়ার বরাত দিয়ে ডন জানিয়েছে, হামলায় অংশ নেয়া সব জঙ্গিকে হত্যার পর বিমানবন্দর এলাকা নিরাপত্তা সদস্যরা নিয়ন্ত্রণে নিয়েছে।
হামলায় নিরাপত্তা সদস্যসহ ২৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে হামলাকারী ১০ জঙ্গি রয়েছেন।
বাজওয়া বলেছেন, দুটি এলাকায় জঙ্গিদের ঘিরে ফেলে হত্যা করা হয়েছে। এ সময় অস্ত্রশস্ত্র ও তাজা গুলি-বিস্ফোরক উদ্ধার করা হয়।
এর আগে খবরে বলা হয়, রবিবার রাতে ৮ থেকে ১০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ ভারী অস্ত্র সজ্জিত হয়ে বিমানবন্দরে হামলা চালায়। এ সময় বিমানবন্দরের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ব্যাপক গুলাগুলির ঘটনা ঘটে। সন্ত্রাসীরা বিমানবন্দরের ভেতরে হ্যান্ড গ্রানেডেরও বিস্ফোরণ ঘটায়।
ধারণা করা হচ্ছে, বিমানবন্দরের নিরাপত্তারক্ষীদের ভুয়া আইডি কার্ড ব্যবহার করে সন্ত্রাসীরা বিমানবন্দরে ঢুকে।