মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি গুনাহের কাজ : সৌদি গ্রান্ড মুফতি

Abdulaziz Al al-Sheikhমেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিকে গুনাহের কাজ হিসেবে আখ্যায়িত করেছেন সৌদি আরবের গ্রান্ড মুফতি ও শরিয়া কাউন্সিলের চেয়ারম্যান শেখ আব্দুল আজিজ আল-আশেইখ। শেইখ বলেন, নামাজ না পড়া, যাকাত আদায় না করা, পিতা-মাতার অবাধ্যতার ন্যায় বড় ধরনের অপরাধের মতো মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিও সমান গুনাহের কাজ। আর এই ধরনের অপরাধীরা শিরক ও হত্যাকারী অপরাধের ন্যায় আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন ও কঠোর শাস্তির সম্মুখীন হবেন।
গ্রান্ড মুফতি বলেন, একটি অপরাধ আরো অপরাধ বাড়ায়। যদি আমরা নিজেদের মুসলিম বলে পরিচয় দিতে চাই, তাহলে সকল প্রকার দুর্নীতি, সুদ, ঘুষ, যেনা-ব্যভিচার, ইয়াতিমের সম্পত্তি হরণ, চুরি-ডাকাতি, নেশাদ্রব্য সেবন, মিথ্যাবাদিতাসহ শরীয়ত বিরোধী সকল কাজ থেকে নিজেদের বিরত রাখতে হবে। যদি এতে আমরা ব্যর্থ হই তবে আমরা অবিশ্বাসী ও রাসূল (সা:) এর অপমানকারী হিসেবে গণ্য হবো।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button