স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে গণভোট
১০০ দিনের কাউন্ট ডাউন শুরু
স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে গণভোটের ১০০ দিনের কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। আগামী ১৮ই সেপ্টেম্বর এ গণভোট অনুষ্ঠিত হবে। ১০০ দিনের কাউন্ট ডাউন শুরু হওয়ায় স্বাধীনতাকামীদের মধ্যে উৎসবের ভাব লক্ষ্য করা যাচ্ছে।
তারা স্বাধীনতার পক্ষে তৎপরতা আরও জোরদার করেছে। এ গণভোটে ‘হ্যা’ জয়যুক্ত হলে যুক্তরাজ্য থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে স্কটল্যান্ড।
স্কটল্যান্ডের স্থানীয় সরকারের প্রধান সেলমন্ড বলেছেন, স্বাধীনতা অর্জন করা সম্ভব হলে স্কটল্যান্ডের প্রত্যেক নাগরিকের বর্তমান বার্ষিক আয়ের সঙ্গে এক হাজার ২৩০ ইউরো যোগ হবে। দেশটির সরকার তাদের অর্থনৈতিক লক্ষ্য অর্জনের জন্য নর্থ সি’র তেল রিজার্ভ ব্যবহার করবে। বর্তমানে নর্থ সি’র তেল রিজার্ভ নিয়ন্ত্রণ করছে ব্রিটেন।
৩০৭ বছর ধরে ব্রিটেনের অংশ হিসেবে গণ্য হচ্ছে স্কটল্যান্ড।