বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বিশ্বের বৃহত্তম টেলিভিশন তৈরি
বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে পৃথিবীর বৃহত্তম টেলিভিশন তৈরি করেছে বৃটেনের একটি কোম্পানি। এই টিভির আকার ২৬ ফুট বাই ১৬ ফুট। মানে ফুটবলের গোলপোস্টের সমান এটি। এতে খেলোয়াড়দের প্রকৃত সাইজের ছবিই দেখা যাবে।বৃটিশ কোম্পানি টাইটানের তৈরি জিউস নামের এ টিভির দাম নির্ধারণ করা হয়েছে ১৭ লাখ ডলার বা প্রায় সাড়ে ১৩ কোটি টাকা।এর আগে বৃহত্তম টিভি তৈরির রেকর্ড করেছিল প্যানাসনিক টেলিভিশন। তাদের টিভি ছিল ১২ ফুট চওড়া। টাইটানের এই টিভির ছবি হবে অকল্পনীয় প্রাণবন্ত-এইচডির চেয়েও চারগুন বেশি স্বচ্ছ।শরীরের ইশারায় চলবে জিউস। চোখের ইশারায় পরিবর্তন হবে চ্যানেলের। রুমের আলোর সাথে সংগতি রেখে পরিবর্তন হবে উজ্জ্বলতার। একসাথে ২০টি চ্যানেল দেখা যাবে এই টিভিতে।টাইটানের সিইও আন্থনি গাঞ্জু বলেছেন, জিউস তৈরিতে তাদের ৬ মাস সময় লেগেছে। মোট চারটি টিভি তৈরি করা হয়েছে। তার মধ্যে দুটি ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে।