ব্রাজিলে বিশ্বকাপবিরোধী তীব্র সংঘর্ষ
বিশ্বকাপ ফুটবল উদ্বোধনের কয়েক ঘন্টা আগে ব্রাজিলের সাও পাওলোতে চলছে তীব্র সংষর্ষ। বিশ্বকাপ আয়োজনের বিরুদ্ধে বিক্ষোভ করছে বিপুল সংখ্যক মানুষ। এ সংঘর্ষে সিএনএন’র বারবারা আরবেনিটিডিস নামের এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ব্রাজিলের সাও পাওলো শহরের রাস্তায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিদ্রোহীদের ওপর কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট ছুঁড়ে। এ ঘটনায় পুলিশ কমপক্ষে এক বিদ্রোহীকে আটক করেছে বলে জানা গেছে।
জানা যায়, বিশ্বকাপ ফুটবল উদ্বোধনী অনুষ্ঠানে মাত্র কয়েক ঘন্টা আগে বৃহস্পতিবার দুপুরে ব্রাজিলের সাও পাওলো শহরের রাস্তায় নেমে আসে বিপুল সংখ্যক মানুষ। তারা বিশ্বকাপের বিরোধী শ্লোগান দিতে থাকে এবং স্টেডিয়ামে যাওয়ার রাস্তা অবরোধ করার চেষ্টা করে। এ সময় বিদ্রোহীদের বাধা দিলে তারা পুলিশের উপর হামলা চালায়।