চিলি হারাল অস্ট্রেলিয়াকে
বিশ্বকাপে গতকাল অস্ট্রেলিয়াকে ৩-১ গোলে হারিয়েছে চিলি। কুইয়াবার অ্যারেনা পানটানালে সানচেজ, হোর্হে ভালদিভিয়া ও জাঁ বেসাজোর গোলে এই জয় পায় চিলি।
১২ মিনিটেই দলকে এগিয়ে নেন সানচেজ। এর দুই মিনিট পর ভালদিভিয়ার দলকে আরো এগিয়ে নেন। ৩৫ মিনিটে অবশ্য একটি গোল শোধ করে অস্ট্রেলিয়া। কিন্তু খেলার শেষ মুহূর্তে আবার গোল করে ব্যবধান আবার বাড়িয়ে দেন বেসাজোর।