ইউক্রেনে সামরিক বিমান ভূপাতিত, নিহত ৪৯
পূর্ব ইউক্রেনের লুগানস্কে শুক্রবার রাতে রুশপন্থি বিদ্রোহীরা গুলি করে একটি সামরিক কার্গো বিমান বিধ্বংস করলে ৪৯ জন নিহত হন বলে জানা গেছে৷ ভূপাতিত হওয়ার সময়ে সেনা, যন্ত্রপাতি এবং খাদ্য সামগ্রী বহন করছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের আমলে তৈরি সুপরিসর সামরিক পরিবহন বিমান আইএল-৭৬। অবশ্য ঘটনার সময়ে বিমানটি কতো সেনা বহন করছিল সে সংখ্যা এখনো জানান হয়নি।
চার ইঞ্জিনের আইএল-৭৬ বিমানে সাত জন ক্রু থাকে এবং এটি ১৬৭ জন সেনা এবং তাদের জন্য প্রয়োজনীয় অস্ত্র বহন করতে পারে।
সামরিক বাহিনীর এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানিয়ে বলেন, ‘এটা প্রাথমিক তথ্য৷ বিমানে ঠিক কতজন ছিলেন সেটা আরও যাচাই করে দেখা হচ্ছে৷’
শুক্রবার রাতে কার্গো বিমানটি লুগানস্ক বিমানবন্দরে নামার আগ মুহূর্তে এই হামলার ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়৷
উল্লেখ্য, লুগানস্ক থেকে বিচ্ছিন্নতাবাদীদের হটাতে সামরিক অভিযান শুরুর পর থেকেই সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ হয়ে আসছে৷ এতে দুপক্ষের সদস্য ছাড়াও সাধারণ মানুষ নিহত হচ্ছেন৷