সৌদি আরবে রমযানে কম কাজ করবে শ্রমিকরা

saudi labourরমজান মাসে শ্রমিকদের কম কাজ করানোই শরীয়ত সম্মত। আর এটা পালন করে সৌদি আরব। দেশটির বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানি জানিয়েছে, রমজান মাসে তাদের প্রজেক্টের কাজ তারা বন্ধ রাখবে। এর কারণ হচ্ছে শ্রম আইনে ইফতারের পরে চার ঘণ্টার বেশি কাজ করা নিষিদ্ধ করা আছে। তাছাড়া এ বছর গরম আবহাওয়ায় ১৫ ঘণ্টারও বেশি সময় রোজা রাখতে হবে। পবিত্র রমজান মাস যেহেতু গ্রীষ্মকালের সঙ্গে এসে পড়েছে, সেই কারণে শ্রমিকদের জন্য মধ্যদিবসের কর্মবিরতি আইন প্রচলিত হচ্ছে। যার ফলে নির্মাণ কাজ রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত নির্দিষ্ট হয়ে যাওয়ায় অনেক ঠিকাদার কাজ বন্ধ করে রাখতেও বাধ্য হচ্ছেন। নির্মাণ সেক্টরে প্রধান সমস্যা হচ্ছে, কর্তৃপক্ষ কাজের সময় বাড়াতে পারছে না। কারণ এতে এলাকার শান্তি বিঘিœত হবে। জেদ্দা চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল্লাহ রেদওয়ান জানিয়েছেন, প্রায় ৩০ ভাগ নির্মাণ প্রতিষ্ঠান তাদের কাজ দিনের বেলা বন্ধ রাখবে। কারণ রমজানের সময় বেশিরভাগ শ্রমিক রোজা রাখে, তাদের এই গরমে বাইরে কাজ করানো যায় না। তবে রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত কাজ করানো যায়। কিন্তু গ্রীষ্মকালে রাত অনেক ছোট হওয়ায় কারখানায় উৎপাদন অনেক কম হয়। আরব নিউজে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, শ্রমিকদের রমজান মাসে হাল্কা কাজ করতে দেয়া হয়। যেমনÑ নির্মাণ সামগ্রী প্রস্তুত রাখা এবং ওই শিল্পের রাবিশ বা আবর্জনা সরানোর কাজ। এরপরেও রমজান মাসে কিছু কিছু নির্মাণ কোম্পানি আবাসিক এলাকার আশপাশে তাদের বিল্ডিং নির্মাণ কাজ চালিয়ে যায়। কারণ তাদের কাজ শেষ করার হয়তো কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়া আছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button