ইয়ুথ ভয়েস-এর ১০০০ কোরান শরীফ বিতরণ
পবিত্র রমজান মাসকে সামনে রেখে মুসল্লিদের মধ্যে কোরান শরীফ বিতরণ কার্যক্রম শুরু করেছে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ। শনিবার দুপুরে মিরপুরের পল্লবী এলাকায় ১৩ দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন ইয়ুথ ভয়েস-এর চেয়ারম্যান ব্যারিস্টার তারেক আকবর। ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ-এর অর্থায়ন ও উদ্যোগে আল কোরআন একাডেমি লন্ডন প্রকাশিত ১ হাজার কপি বাংলা অনুবাদ পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়। মিরপুর পল্লবী এলাকার আরামবাগ কল্যাণ সমিতি ও আরামবাগ বাইতুর রহমত জামে মসজিদ কমিটির উপস্থিতিতে জুমার পর মুসল্লিদের কোরআন শরীফ বিতরণ করা হয়। এরপর মিরপুর কেন্দ্রীয় মসজিদ কর্তৃপক্ষের কাছে আসরের নামাজের পর পবিত্র কোরআন শরীফ হস্তান্তর করা হয়। মাগরিবের নামাজের পর বসুন্ধরা ব্লক ‘এ’তে অবস্থিত বাইতুল মামুর মসজিদ কর্তৃপক্ষের কাছে ইয়ুথ ভয়েসের সৌজন্যে পবিত্র কোরআন শরীফ হস্তান্তর করা হয়।