ইউরোপে এবার ভারতীয় পানও নিষিদ্ধ
আম এবং কয়েকটি সব্জির পর ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) এবার ভারতীয় পানও নিষিদ্ধ করেছে। ভারত থেকে আমদানি করা পানপাতায় ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতি নিশ্চিত হওয়ার পর ইইউ’র অ্যালার্ট সিস্টেম ফর ফুড অ্যান্ড ফিড এই সিদ্ধান্ত নেয়। ইইউ বাংলাদেশ থেকেও পানপাতা আমদানি নিষিদ্ধ করেছে।
এর আগে মাত্রাতিরিক্ত রাসায়নিকের উপস্থিতি পাওয়ার পর ইউরোপে ভারতীয় আম নিষিদ্ধ করা হয়। এছাড়া বেগুন, লাউসহ কয়েক ধরনের সব্জিও আমদানি নিষিদ্ধ করা হয়। গত ১ মে থেকে ওই নিষেধাজ্ঞা কার্যকর হয়।
উল্লেখ্য, পানপাতায় পাওয়া ওই ব্যাকটেরিয়ার কারণে মানুষের ডায়রেরিয়া ও বমি হতে পারে। -সূত্র : পিটিআই