বাংলাদেশে প্রথম মার্স-করোনা ভাইরাস রোগী সনাক্ত

বাংলাদেশে প্রথম মিডল ইস্ট রেসপিটেরি সিনড্রোম করোনা ভাইরাস-মার্স সিওভি রোগী সনাক্ত হয়েছে। আজ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআর ৫৩ বছর বয়সী এক প্রবাসী বাংলাদেশীর শরীরে এ রোগ সনাক্ত করে। তবে রোগীর নিরাপত্তার স্বার্থে তার পরিচয় প্রকাশ করা হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. দীন মো. নুরুল হক বলেন, আইইসিআর গবেষকরা হাসপাতালে ওই ব্যাক্তিকে পরীক্ষা-নীরিক্ষার পর রোগী হিসেবে সনাক্ত করেন। তিনি গত সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে মধ্যপ্রাচ্যের আবুধাবী বিমানবন্দর হয়ে বাংলাদেশে আসেন। দেশে এসেই তিনি জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। তবে বতর্মানে তার অবস্থা উন্নতির দিকে। তিনি আগে থেকেই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভোগছিলেন।
এদিকে আইইডিসিআর জানিয়েছে, ইতোমধ্যে তাদের ন্যাশনাল রেপিড রেসপন্স টিম যারা ওই রোগীর ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছেন তাদের নজরদারীর মধ্যে রেখেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button