ছাত্রলীগের কারণে দেশে-বিদেশে ইমেজ সঙ্কট

যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চাঁদাবাজেরা কখনো ভবিষ্যত নেতা হতে পারে না। ছাত্রনেতা যদি তার ছাত্রজীবনে চাঁদাবাজী, অস্তবাজী করে বেড়ায় ভবিষ্যতে তার কোথাও ঠাই নেই। ছাত্রলীগের কিছু নেতাকর্মীর কারণে আজ পুরো দলকে দেশে-বিদেশে ইমেজ সঙ্কটে পড়তে হচ্ছে। তারা দলের মাঝে থেকে নানা অপকর্ম করে বেড়াচ্ছে। নেতা বানাবে মানুষ। ছাত্রজীবনে যদি নেতাগীরীর নামে এসব করে বেড়ায় মানুষ তাদের নেতা নির্বাচিত করবে না। তাই এখন থেকে স্বচ্ছ দেশপ্রেমীক নেতা হিসেবে গড়ে উঠতে হবে। তিনি গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ছাত্রলীগ আয়োজিত বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ছাত্রলীগের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, মানুষের বিদ্যার চেয়ে বড় কোন অস্ত্র হতে পারে না। সারাজীবন বঙ্গবন্ধুর আত্মজীবনীর উপর পাঠচক্র করে কোন লাভ নেই। যদি নিজের চরিত্রের পরিবর্তন করা না যায়। মাঝে মাঝে দেশে-বিদেশে আমাদের ইমেজ সঙ্কটে পড়তে হয়। এর একমাত্র কারণ আমাদের ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের বিভিন্ন অপকর্ম। গুটিকয়েক ছাত্রনেতা দলের মাঝে থেকে নিজেদের স্বার্থে বিভিন্ন অপকর্ম করে বেড়ায়। এগুলোকে দলের আগাছা উল্লেখ করে দলকে বাঁচাতে হলে এগুলোকে পরিস্কার করতে হবে বলে তিনি মন্তব্য করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর শরীফের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হায়দার চৌধুরী রোটন, বর্তমান সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button