শ্রীলঙ্কায় মুসলমানদের উপর বৌদ্ধদের হামলায় নিহত ৩
শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলে মুসলমানদের উপর বৌদ্ধদের হামলায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০ জন। রোববার রাতে উপকূলীয় শহর আলুথগামা ও বেরুওয়ালায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর আজ সোমবার ওই পর্যটন শহর দুটিতে কারফিউ জারি করেছে পুলিশ।
দেশটির বিচারমন্ত্রী রউফ হাকিম বলেন, সহিংসতায় তিনজন নিহত হয়েছেন।
আল জাজিরা জানায়, আলুথগামা ও বেরুওয়ালায় স্থানীয় মুসলমানদের বাড়ি-ঘর ও মসজিদে হামলার পর পুলিশ সেখানে কারফিউ জারি করে। এ দুটি শহর ছাড়াও লাথুগান শহরেও সহিংতা ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, রাজধানী কলম্বো থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে আলুথগামায় সহিংসতার পর মুসলমান অধ্যুষিত বেরুওয়ালায় তা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তারা টিয়ারগ্যাস নিক্ষেপ করে।
দেশটির মুসলিম কাউন্সিল এর প্রেসিডেন্ট হিলমি আহমেদ আল জাজিরাকে বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। কিন্তু সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আলুথগামায় সাতটি দোকান, কমপক্ষে বসতবাড়ি ও তিনটি মসজিদে হামলা চালানো হয়।
তিনি বলেন, বৌদ্ধরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মুসলমানদের উপর হামলা চালাচ্ছে। কিন্তু দুঃখের ব্যাপার হলো, পুলিশ সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা দিতে পারছে না।