রিয়াদে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
শাহপরাণ মিঠু: সৌদি আরবের রিয়াদে স্থানিয় হোটেল কোকোপামে শনিবার রাত সাড়ে দশটায় ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) উদ্যোগে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় গুনীজন সম্মাননা প্রদান করা হয়। তাঁরা হলেন, প্রকৌশলী আবদুল মোত্তালিব, প্রকৌশলী অফসারুল আলম, মোহাম্মদ শরিফ হোসাইন এবং সমাজ সেবক নরুল ইসলাম আহমদ ।
এবং ২০১৩/২০১৪ সালের এসএসসি পরিক্ষায় গোল্ডেন জি পি এ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। শিক্ষার্থীরা হলেন- রাজিয়া আল রাসিদ বিনতে মোহাম্মদ হারুনুর রশিদ, তামান্না আক্তার বিনতে হারুনুর রশিদ, নওশীন গাওহার বিনতে মোঃ কামরুজ্জামান, শাফনীল তাজদীদ সন্ধী বিনতে মোঃ শাহ জাহান চঞ্চল, ফিরোজ মহতাহসিম ইবনে মোঃ মুরশেদ আলম, মাইমুনা আফসার বিনতে মোঃ আফসার উদ্দিন, রাদিয়া রাইয়ান চৌধুরী বিনতে মোঃ জাকির হোসাইন চৌধুরী, হালিমা সিদ্দিকা বিনতে মোঃ নরুল আমনি সি.এ, হাসিবজ্জামান মাহমুদ ইবনে জসিম উদ্দিন মাহমুদ।
এসময় আইবিডব্লিউএফ সৌদি আরব শাখার চেয়ারম্যান নুরুল ইসলাম আহমেদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাকির হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাজান ট্রিডিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানির চেয়ারম্যান আন্দুর রহমান আল আছাকার।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশের সুনাম রক্ষায় প্রবাসীদের আরো সচেতন হতে হবে। এবং দেশের যেই কোন দুর্যোগ মোকাবেলায় প্রবাসী সবার আগে এগিয়ে আসার আশ্বাস জানান। এবং প্রবাসীদের উদ্যোগে বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রক্রিয়াধীন আছে বলে জানান।
অনুষ্ঠানে বক্তব্য আরো রাখেন, বিকন গ্রুপের ব্যবস্থপনা পরিচলাক এবং আইবিডব্লিএফ এর প্রবাস বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসাইন, আইবিডব্লিএফ-এর সহ-সভাপতি শেখ আব্দুস সবুর, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলেজি বিভাগের চেয়ারম্যান সাইফুল্লাহ সাদি, বাংলাদেশ ইমেজ ডেভেলপমেন্ট ফোরামের সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজিম আহমেদ,প্রকৌশলী আফসারুন আলম, আব্দুল মোত্তালিব, প্রবাস বাংলা মিডিয়া লিমিটেডের এম ডি লোকমান হোসেন খাঁন, বিশিষ্ট লেখক শাহজাহান চঞ্চলসহ রিয়াদের বিশিষ্ট ব্যক্তিরা।