মানি ট্রান্সফার এজেন্সী রক্ষায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন রুশনারা আলী
যুক্তরাজ্যে প্রবাসীদের টাকা লেদনকারী মানি ট্রান্সফার এজেন্সীগুলো রক্ষার দাবিতে বৃটিশ প্রধানমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন আর্ন্তজাতিক উন্নয়ন বিভাগের ছায়ামন্ত্রী রুশনারা আলী এমপি। যুক্তরাজ্য বসবাসরত উন্নয়নশীল দেশের লাখ লাখ প্রবাসীর সুবিধার্তে ও তাদের দাবির পক্ষে ১৫০০০ সাক্ষরকারীর একটি আবেদনও জমা দিবেন তিনি।
প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর একমাত্র মাধ্যম মানি ট্রান্সফার এজেন্সিগুলো বন্ধ করে দিলে বিপাকে পড়বে লাখো প্রবাসী ও তার পরিবার। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কাছে পিটিশন জমা দেয়ার সময় সরকার ও বার্কলেইস ব্যাংককে এ বিষয়ে জরুরী পদক্ষেপ নেবার আহবান জানানো হবে।
ঈদ-উল-ফিতরের আগেই সরকার যাতে এ বিষয়ে ব্যবস্থা নেয় সে লক্ষ্যে আগামী ৭ আগস্ট স্থানীয় সময় সকাল ১১ টায় লন্ডনের ১০ নং ডাউনিং স্ট্রিট হলে বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রোশনারা আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাবেন।