লন্ডনে ‘ইসলাম এসেনসিয়ালস’ বইয়ের মোড়ক উন্মোচন
লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ‘ইসলাম এসেনসিয়ালস’ বইয়ের মোড়ক উন্মোচন ও রামাদান সম্মেলন। গত শনিবার লন্ডন মুসলিম সেন্টারে বাংলাদেশ টেলিভিশন চ্যানেল এস এর জনপ্রিয় প্রোগ্রাম ‘ইসলাম এসেনসিয়ালস’ এর তিনশত প্রশ্নোত্তর নিয়ে শাইখ আব্দুর রহমান মাদানীর এ প্রথম বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- গেস্নাবাল এইডের চেয়ারম্যান ড. আক্তারম্নজ্জামান। প্রধান অতিথির বক্তব্য রাখেন- টাওয়ার হ্যামলেটসের মেয়র লুতফর রহমান।
ব্যারিস্টার রিজওয়ান হুসাইন ও শাইখ আবু সাঈদ আনসারী এর পরিচালনায় বক্তব্য রাখেন, শাইখ মাদানী এবং লন্ডন মসজিদের খতিব শইখ আব্দুল কাইয়ুমসহ প্রখ্যাত ওলামায়ে কেরামগন।
শাইখ আব্দুর রহমান মাদানী জানান, খুব তাড়াতাড়ি ‘ইসলাম এসেনসিয়ালস’ বইটি ইংরেজিতে বাজারে আসবে।
অনুষ্ঠানে ইস্ট লন্ডন মসজিদের ইমাম শাইখ আবু তৈয়ব, শাইখ আবু তাহের এবং মুফতি তারিক নাসরম্নলস্নাহ প্রমূখ উপস্থিত ছিলেন।
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে গেস্নাবাল এইড প্রতিবছর এ রামাদান সম্মেলনের আয়োজন করে থাকে। হজ্জ তারবিরাহ কনফারেন্স, দি ফিক্হ অব নিকাহসহ বিভিন্ন শিড়্গামূলক প্রোগ্রামের মাধ্যমে চ্যারিটির পাশাপাশি কমিউনিটির সেবায় গেস্নাবাল এইডের উদ্যোগে প্রতিবছর কিউ ফ্যাক্টর নামক ন্যাশনালওয়াইড ক্কিরাক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।