ইউক্রেনে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া
অবশেষে ইউক্রেনকে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। বেধে দেয়া সময়ের মধ্যে গ্যাস বিল বাবদ পাওনা অর্থ পরিশোধ না করায় কিয়েভের বিরুদ্ধে মস্কো এ ব্যবস্থা নিয়েছে। রাশিয়ার সবচেয়ে বড় সরকারি গ্যাস কোম্পানি গজপ্রম এ খবর নিশ্চিত করেছে।
কোম্পানির মুখপাত্র সের্গেই কুপ্রিয়ানভ বলেছেন, আজ সোমবার গ্রিনিচ সময় সকাল ৬টার মধ্যে বকেয়া পাওনা পরিশোধের জন্য ইউক্রেনকে সময় বেধে দেয়া হয়েছিল। সে সময়ের মধ্যে পাওনা পরিশোধ না করায় এ ব্যবস্থা নেয়া হয়েছে। বকেয়া পাওনা পরিশোধ না করায় ইউক্রেনকে গ্যাস সরবরাহ করার কোনো আইনগত ভিত্তি নেই বলেও তিনি মন্তব্য করেন।
মস্কো ১৯৫ কোটি ডলার পাওনা পরিশোধের জন্য কিয়েভকে আজ ১৬ জুন পর্যন্ত সময় বেধে দিয়েছিল। কুপ্রিয়ানভ জানান, এ বিষয়ে অনেক দিন থেকেই কিয়েভকে বলা হচ্ছে কিন্তু তারা রাশিয়ার বক্তব্য আমলে নেয় নি। কিয়েভের কাছে গ্যাস বাবদ রাশিয়ার মোট পাওনা হচ্ছে- ৫২০ কোটি ডলার। ইউক্রেনের মোট গ্যাস চাহিদার শতকরা প্রায় ৫০ ভাগ পূরণ করে রাশিয়া।