জামায়াত বাদে ৪০ দলকে হিসাব দিতে বললো ইসি

ECনিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে তাদের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেয়ার জন্য বলেছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে দলগুলোকে ৩১ জুলাইয়ের আগেই হিসাব জমা দেয়ার তাগিদ দিয়ে চিঠি দেয়া হয়েছে। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে এ বিষয়ে কোনো চিঠি দেয়া হয়নি।
ইসির সহকারী সচিব রওশন আরা স্বাক্ষরিত ওই চিঠিগুলো দলগুলোর মহাসচিব বরাবর মঙ্গলবার বিশেষ বাহক মারফত পাঠিয়েছে ইসি।
চিঠিতে বলা হয়েছে- ‘রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা-২০০৮ এর ৯ (খ) বিধি অনুযায়ী প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের বছরের আর্থিক লেনদেন একটি রেজিস্ট্রার্ড চাটার্ড একাউন্ট ফার্ম দিয়ে নিরীক্ষার মাধ্যমে নিরীক্ষা প্রতিবেদন নির্বাচন কমিশনে দাখিল করতে হয়।’
তাই আইন অনুসারে ৩১ জুলাইয়ের মধ্যে নিরীক্ষা প্রতিবেদন জমা দেয়ার জন্য দলগুলোকে অনুরোধ করেছেন ওই কর্মকর্তা।
গত বছর ১১টি দল নির্ধারিত সময়ের পরে আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছিলো। দলগুলো হলো- জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশ মুসলিম লীগ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত আন্দোলন। আর গণফ্রন্ট হিসাবই জমা দেয়নি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button