দুই বিজ্ঞানী পাচ্ছেন ব্রিটিশ রানীর ‘নাইটহুড’ উপাধি

UKএকজন বিজ্ঞানী যিনি হিগস বোসনের সম্ভাব্যতা অনুমান করেছিলেন আর অপরজন তা খুঁজে পেতে সহায়তা করেছিলেন, উভয়কেই ব্রিটিশ রানীর জন্মদিনে নাইটহুড বা স্যার উপাধি দিয়ে সম্মানিত করা হচ্ছে।
১৯৬০’র দশকে যে ৬ জন বিজ্ঞানীর কাজের ওপর ভিত্তি করে হিগস বোসন আবিষ্কৃত হয়, তাদের মধ্যে লন্ডনের ইম্পেরিয়াল কলেজের অধ্যাপক টম কিবলে অন্যতম।
২০১২ সালে ইউরোপীয় গবেষণাগার সার্নে, অ্যাটলাস ও সিএমএস নামের দুটি বড় ধরনের পরীক্ষায় প্রায় ধরাছোঁয়ার বাইরে থাকা ওই বোসন কণাটি শনাক্ত হয়।
সিএমএস পরীক্ষাটির নকশা করেছিলেন ইম্পেরিয়াল কলেজের আরেক অধ্যাপক তেজিন্দার জিম ভিরদি।
রানীর জন্মদিনে যাদের নাইটহুড দিয়ে সম্মানিত করা হবে তাদের তালিকায় কিবলে ও ভিরদির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে বিবিসি জানিয়েছে।
১৯৯০ সালে আরো চার সহকর্মীকে সঙ্গে নিয়ে সিএমএস পরীক্ষার ধারণা চূড়ান্ত করেছিরেন ভিরদি। পরে এর নির্মাণ এবং ২০০৬-১০ সালে এই পরীক্ষার জন্য তথ্য সংগ্রহ করার সময়ও এর প্রধান মুখপাত্র হিসেবে ভূমিকা রাখেন তিনি।
শনাক্তকরণ যন্ত্রের মধ্যে নতুন প্রাযুক্তিক উন্নয়ন ঘটিয়ে ভিরদি হিসগ বোসন খুঁজে পাওয়ার পথ খুলে দেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button