সাসেক্স ক্রোলী বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশেনর সংবর্ধনা
কৃতি শিক্ষার্থীদের এওয়ার্ড প্রদান ও কমিউনিটিতে অবদানের জন্য প্রবীন ব্যক্তিদের সম্মাননা দিয়েছে সাসেক্সের ক্রোলী বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশেন। গত ১৬ জুন স্থানীয় হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের চেয়ারম্যান কাইয়ুম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি হেনরি স্মিথ। বিশেষ অতিথি ছিলেন ক্রোলী কাউন্সিলের মেয়র ব্রেন্ডা স্মিথ, ওয়েস্ট সাসেক্স কাউন্ট্রি কাউন্সিলের ভাইস চেয়ার নাইজেল পিটারস, কনজারভেটিভ প্রার্থীর এমপি প্রার্থী মিনা রহমান, কাউন্সিলার পিটার লেম, ক্রিস অক্সলেইড, কাউন্সিলার হারুন মিয়া।
যুগ্ম সম্পাদক ফোরকান হাসান রাসেল ও রওশন সালেহ জুঁই এর পরিচালনায় সংগঠনের বার্ষিক রিপোর্ট পেশ করেন সাধারন সম্পাদক তারিক মিয়া। তারিবুননেছা ও কাছন আলীকে সিনিয়র সিটিজেন হিসিবে সম্মাননা পান ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক চেয়ারম্যান সিদ্দিক মিয়া, ভাইস চেয়ারম্যান মঈন উদ্দিন, আব্দুর রউফ, রাহেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক তাহিদ মিয়া কয়েস, এরাবিক শিক্ষক মাওলানা আব্দুস সামাদ, ট্রেজারার খলিলুর রহমান, উপদেষ্টা সাদেক মিয়া, আব্দুর রহিম আমজা, ওসমান আলী, নির্বাহী সদস্য শফিক উদ্দিন, আব্দুল জাহেদ চৌধুরী, সাইদুর রহমান, আব্দুল হাকিম, রফু মিয়া, টুনু মিয়া, আরাফাত জামান নোমান, আব্দুল করিম, এ এইচ আনোয়ার, রুহেল উদ্দিন রাজু, গোলাম মোস্তফা আহমেদ, আশরাফুল খান, শহীদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, জাহিদ হাসান জাকি, মোহাম্মদ আবু সালেহ, মোহাম্মদ শোয়েব, নুরুল আলম উজ্জ্বল, মিজবা উদ্দিন, কমিউনিটি নেতা হাজি রফিক মিয়া, গোলাম রব্বানী আহমেদ, মুসলে-উজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে লন্ডন থেকে আগত ম্যাসেজ কালচারাল গ্রুপের পরিবেশনায় হামদ-নাত, মঞ্চ নাটক এবং পলের পরিবেশনায় ম্যাজিক শো প্রদর্শিত হয়।