ইরাকের তেল শোধনাগার সুন্নীদের দখলে
ইরাকের উত্তরাঞ্চলে বাইজি এলাকায় দেশের সবচেয়ে বড় তেল শোধনাগারের ৭৫ শতাংশই সুন্নিরা দখল করে নিয়েছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।
শোধনাগারের ওই কর্মকর্তা বুধবার বলেন, “সুন্নীরা তেল শোধনাগারে ঢুকে পড়েছে। তেল উৎপাদন ইউনিটগুলোসহ প্রশাসনিক ভবন এবং চারটি নজরদারি টাওয়ার সব মিলে ৭৫ শতাংশের নিয়ন্ত্রণই এখন তাদের হাতে”। প্র্রধান কন্ট্রোল রুমের কাছে এখনো নিরাপত্তা বাহিনীর সঙ্গে সুন্নীদের লড়াই চলছে বলে জানান তিনি।
সুন্নীরা দুই দিক থেকে মর্টার এবং মেশিনগান হামলা চালিয়ে শোধনাগারে ঢুকে পড়ে। শোধনাগারের প্রধান তিনটি প্রবেশপথের দুটোতে সকালের দিকে হামলা করে সুন্নীরা। হামলায় তেলের কয়েকটি ডিপো ধ্বংস হয় বলে খবর পাওয়া গেছে। হামলার আগেই শোধনাগারের বিদেশি কর্মকর্তাদের সরিয়ে নেয়া হয়। তবে স্থানীয় স্টাফরা ঘটনাস্থলেই ছিল বলে জানা গেছে।
রাজধানী বাগদাদ অভিমুখে সুন্নীদের অগ্রযাত্রা ঠেকাতে সরকারি বাহিনীর লড়াইয়ের মধ্যে দেশের সবচেয়ে বড় তেল শোধনাগার দখলে নিল সুন্নিরা।
সরকারি বাহিনী রাজধানী অভিমুখে অগ্রসরমান সুন্নীদের ওপর নতুন করে বিমান হামলা চালিয়েছে। পশ্চিমাঞ্চলীয় রামাদি শহরেও লড়াই চলছে বলে খবর এসেছে।
ওদিকে, ইরাকের শিয়া শহরগুলোর সুরক্ষা ব্যবস্থা করার অঙ্গীকার করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
টিভিতে জনসম্মুখে এক বক্তৃতায় তিনি প্রকাশ্যে ইরাকে শিয়াদের পবিত্রস্থানগুলো রক্ষার ঘোষণা দেন। ইরাকে গিয়ে বহু মানুষই লড়তে রাজি বলে জানান রুহানি।