হাউজি খেলা অবৈধ : হাইকোর্ট
অনুমতি না নিয়ে নিবন্ধিত এলাকা ছাড়া অভ্যন্তরীন খেলার নামে হাউজিসহ সব ধরণের জুয়া খেলা অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। হাউজির পাশাপাশি আদালত অভ্যন্তরিন খেলার নামে নিপুন, ওয়ানটেন, ওয়ানএইট ও ডাইসসহ সংশ্লিষ্ট খেলা অবৈধ ঘোষণা করেছেন।
এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বুধবার এ রায় দেন।
উল্লেখ্য, ২০১৩ সালে নওগায় এসব খেলা চলাকালে পুলিশ খেলা বন্ধে হস্তপে করলে শিপন পোদ্দার ও জাফর উল্লাহ নামের দুই ব্যক্তি হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের প্রাথমিক শুনানি শেষে এসব খেলায় পুলিশের হস্তপে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন আদালত। গতকাল এ রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে উক্ত রায় প্রদান করেন আদালত।
রিটকারীদের পে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী। অপরদিকে রাষ্ট্রপে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।