বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় ওআইসি মহাসচিব
ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) মুসলিম বিশ্বে শান্তি ও উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী গতকাল মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় সংস্থার সদর দপ্তরে ওআইসি’র মহাসচিব আয়াদ আমিন মাদানীর সাথে সাক্ষাতকালে তিনি একথা বলেন।
ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব আয়াদ আমিন মাদানী মুসলিম বিশ্বে শান্তি ও উন্নয়নের ক্ষেত্রে ওআইসি’র উদ্যোগে ইতিবাচক ভূমিকা রাখায় বাংলাদেশের প্রশংসা করেন।
ওআইসি মহাসচিব আর্থ-সামাজিক অগ্রগতিতে, বিশেষত নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অর্জনের প্রশংসা করেন।
তিনি বাংলাদেশ ও ওআইসি’র মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতা আরও বৃদ্ধির লক্ষ্যে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং ওআইসি মহাসচিব আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ওআইসি মহাসচিবকে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে বৃহত্তর পরিসরে সহযোগিতার, বিশেষত বিমসটেক ও বিসিআইএম, ক্ষেত্রে বাংলাদেশের উদ্যোগি ভূমিকার কথা অবহিত করেন।
এর আগে, ওআইসি’র সহকারি মহাসচিবের সম্মানে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আয়োজিত ভোজসভায় যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
উল্লেখ্য, আজ থেকে শুরু হওয়া দু’দিন ব্যাপি ওআইসি’র ৪১তম ‘কাউন্সিল অব ফরেন মিনিস্টারস’-এর বেঠকে যোগদানের জন্য পররাষ্ট্রমন্ত্রী গতকাল জেদ্দা পৌঁছেন। -বাসস