ডেনমার্কে প্রথম মসজিদের উদ্বোধন
ডেনমার্কে বৃহস্পতিবার প্রথম পূর্ণাঙ্গ মসজিদের উদ্বোধন করা হয়েছে। কাতার ১৫০ মিলিয়ন ক্রোনার (২৭.২ মিলিয়ন ডলার) দিয়ে এই মসজিদ নির্মাণে গুরুত্বপূর্ণ সহায়তা করেছে। ৬,৭০০ বর্গফুট আয়তনবিশিষ্ট মসজিদটিতে একটি সাংস্কৃতিক কেন্দ্র, একটি টেলিভিশন স্টুডিও এবং একটি ফিটনেস সেন্টার রয়েছে। রাজধানী কোপেনহেগেনের উত্তরপশ্চিমাঞ্চলীয় এলাকা গ্রিটিতে মসজিদটি নির্মিত হয়েছে।
ডেনমার্কের মুসলমানেররা কয়েক বছর ধরেই একটি মসজিদ নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। দেশটিতে দুই লাখ মুসলমান বাস করেন।
তবে রক্ষণশীলদের কেউ কেউ মসজিদ নির্মাণের বিরোধিতাও করেছে। তাদের মতে, এতে করে ইসলামপন্থীদের উত্থান ঘটতে পারে।