৫-জি মোবাইল প্রযুক্তি উদ্ভাবনে চুক্তি স্বাক্ষর

5Gইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও দক্ষিণ কোরিয়া গত সোমবার ফাইভ-জি (৫-জি) মোবাইল প্রযুক্তি উদ্ভাবনে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে।
ইইউ’র এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, দু’পক্ষ গত সোমবার সিউলে তথ্য যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ও ৫-জি খাতে সহযোগিতা সম্পর্কিত এক যৌথ ঘোষণায় স্বাক্ষর করে। তারা আইসিটি সম্পর্কিত বিদ্যমান সহযোগিতার মূল ক্ষেত্র নেট ফিউচারস (নেটওয়ার্ক এন্ড কমিউনিকেশনশ, ৫-জি, ক্লাউড কম্পিউটিং) পরিসীমায় আলোচনা গভীরতর করার উপর জোর দেন। ঘোষণায় বলা হয়, উভয়পক্ষ এই গবেষণা প্রকল্পের জন্য সমন্বিতভাবে কাজ করবে, যা ২০১৬ সালে শুরু হবে। ৫-জি প্রযুক্তি বর্তমান চালু ৪জির চেয়ে ১ হাজার গুণ বেশি দ্রুতগতির হবে। এই প্রযুক্তি এখনো উদ্ভাবনের প্রাথমিক পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button