ডিসিএফবি ব্রিটিশ সরকারের মূলধারার সাথে কাজ করছে : মনির হোসাইন
ইতিহাস-ঐতিহ্যের গৌরবময় চেতনায় সমৃদ্ধ বাংলাদেশকে শিক্ষা, রাজনীতি, অর্থনীতি সহ অন্যান্য সকল ক্ষেত্রে যথাযথভাবে তুলে ধরতে অর্ধযুগেরও বেশী সময় ধরে গবেষনা এবং পলিসি পর্যায়ে কাজ করছে ডিসিএফবি। বাংলাদেশী বংশদ্ভুত একদল শিক্ষাবিদ, আইনজীবী, কিচিৎসক, সমাজকর্মী, ব্যবসায়ী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী ও পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে গঠিত ডেভলোপমেন্ট কাউন্সিল ফর বাংলাদেশীজ ইন ইউকে ব্রিটিশ সরকারের সাথে বাংলাদেশের সামগ্রীক উন্নয়ন ক্ষেত্রে পলিসি পর্যায়ে কাজ করতে গিয়ে ইতোমধ্যে অর্জন করেছে “ভয়েস ফর বাংলাদেশীজ’ খ্যাত সংগঠনের স্বীকৃতি।
নতুন প্রজন্মের বাংলাদেশী ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশের রাজনীতিসহ অন্যান্য উন্নয়নমূলক ক্ষেত্রে অবদান রাখতে উৎসাহী করার প্রত্যয়ে কাজ করা ডিসিএফবি ইতোমধ্যে ব্রিটিশ পার্লমেন্টের হাউজ অব কমন্স ও হাউজ অব লর্ডস এ বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এ্যায়ার্ড বিতরণ করে কর্মক্ষেত্রে এগিয়ে যেতে উৎসাহিত করে যাচ্ছে। পরিবর্তনের স্বতন্ত্র অঙ্গীকার এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আধুনিক শিল্প এবং সহনশীল রাজনীতিতে নতুন প্রজন্মের ব্রিটিশ-বাংলাদেশীদের অংশগ্রহণ। আগামী বছর থেকে নিয়মিত এক বৈঠকে ঘোষনা প্রদান করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন, বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবীদ আলহাজ্ব মনির হোসাইন।
গত সোমবার পূর্ব লন্ডনে আয়োজিত সংগঠনের নিয়মিত সভা চেয়ারপার্সন মনির হোসাইনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সেক্রেটারী অধ্যাপক মাসুদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ভাইস-চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবুল কালাম, প্রফেসর ডাঃ মাহমুদুর রহমান, অর্গানাইজিং সেক্রেটারী মনির আহমদ, জয়েন্ট ট্রেজারার বদরুল ইসলাম চৌধুরী, এ এস এম মুস্তাফিজুর রহমান, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী এনাম চৌধুরী প্রমুখ।
সভাপতির বক্তব্যে চেয়ারপার্সন আলহাজ্ব মনির হোসাইন সংগঠনের চলমান কার্যক্রম তুলে ধরে বলেন, প্রবাসে থাকলেও আমাদের প্রেরণা, চেতনায়, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং অগ্রযাত্রার স্বপ্ন লালিত রয়েছে। তাই দেশের ভবিষ্যৎ সঠিক ও আধুনিকভাবে বিনির্মানের জন্য ব্রিটিশ সরকারের মূলধারার সাথে আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করছি। তিনি সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে সংশ্লিষ্টদের আহ্বান জানান।
সভায় পবিত্র মাহে রহমানের শুভেচ্ছা জ্ঞাপন করে সর্বম্মতিক্রমে আগামী ১০ জুলাই পূর্ব লন্ডনের ব্রিকলেনস্থ সোনারগাঁ রেস্টুরেন্টে রমজানের তাৎপর্য শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিলের সিদ্ধান্ত গ্রহীত হয়।