পরিবার-পরিকল্পনার স্লােগানে দ্বিমত প্রধানমন্ত্রী
জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা অধিদফতরের চালানো একটি সন্তান নিতে উৎসাহ দেয়ার প্রচারণা বাদ দেয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ প্রচারণা বাদ দেয়ার কথা বলেন। পরিবার পরিকল্পনা অধিদফতরের চালানো বর্তমান প্রচারণার স্লোগান হচ্ছে- দুইটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়।
প্রধানমন্ত্রী বলেন, এখন আমাদের যে স্লোগানটা রয়েছে আমি তার সাথে দ্বিমত পোষণ করি। বলা আছে যে, দু’টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়’। আমি শেষের কথাটা বাদ দিতে চাই।
এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, শেষের লাইনটি বাদ দিতে চাই এ কারণেই যে, যেসব দেশ এই ধরনের স্লোগান দিয়ে এগিয়েছে, এখন তারা ‘বৃদ্ধের রাষ্ট্র’ হিসেবে পরিচিতি পেয়েছে। তাদের তরুণ সমাজের দারুণ অভাব। কর্মক্ষম তরুণ সমাজ নেই।
তিনি বলেন, তারা আবার তাদের স্লোগান পরিবর্তন করে এক একটি পরিবার দুই-তিনটি সন্তান যেন নেয়, সেই প্রচেষ্টা চালাচ্ছে। কিছুদিন আগে দুইটি দেশ (জাপান ও চীন) ঘুরেছি। সেখানেও প্রায় একই অবস্থা।
শেখ হাসিনা বলেন, আমাদের জনসংখ্যা, সবাই মনে করে এটা আমাদের জন্য একটা বারডেন বা বোঝা। কিন্তু আমি তা মনে করি না। আমি মনে করি, আমাদের জনসংখ্যার জন্য যদি সঠিকভাবে শিক্ষা-দীক্ষা ও স্বাস্থ্যের ব্যবস্থা করতে পারি তাহলে এটা আমাদের জন্য একটা বিরাট অ্যাসেট।