ব্রিটেনে বিনা নোটিশে বাসা বাড়িতে ঢুকে বেনিফিট চেক করবে

Benefitসৈয়দ শাহ সেলিম আহমেদ: ব্রিটেনের ডিপার্টম্যান্ট অব ওয়ার্ক এন্ড পেনশন ওয়েব সাইটে ঘোষণা দিয়েছে, ব্রিটেনের বাসা বাড়িতে কোন ধরনের আগাম নোটিশ কিংবা চিঠি অথবা টেলিফোন না করে যেকোন সময়ে বেনিফিট তল্লাশিতে ঢুকে চেক করবে, তারা আইডি দেখতে চাইবে, বেনিফিট এওয়ার্ড লেটার দেখবে, ব্যাংক একাউন্ট ডিটেইলস এবং ব্যাংক ষ্ট্যাটম্যান্ট দেখবে। এখানেই থেমে থাকবেনা ডিডব্লুপি বরং তারা এক ঘণ্টা কিংবা তারও অধিক সময় আপনাকে জেরা করবে, বেনিফিটের সঠিক তথ্য জানার চেষ্টা করবে।
তাদের এই ভিজিট এর ব্যাপারে আপনাকে আগাম কোন চিঠি দিবেনা। এমনকি আপনার নাম তাদের কম্পিউটার রেনডমলি সিলেক্ট করবে, যাতে তারা আপনার বাড়িতে ঢুকে তল্লাশি তথা চেক করবে।
ডিডব্লুপি ওয়েব সাইটে জানিয়েছে, তাদের চেকের সময় আপনাকে যা প্রদর্শন করতে হবে আর তা হলো- ০১)ফটো আইডি এবং ০২)পে স্লিপ, রেন্ট বুক অথবা টিন্যান্সি এগ্রিম্যান্ট, ট্যাক্স ক্রেডিট এওয়ার্ড লেটার, পেনশন ক্রেডিট, ব্যাংক ষ্ট্যাটম্যান্ট বা ষ্ট্যাট বেনিফিটের লেটার – এর যেকোন একটি আপনাকে দেখাতে হবে ।
ওয়েব সাইটে বলা হয়েছে, তাদের চেক চলাকালীন সময়ে আপনি সময় চাইলে পরিদর্শন রি-শিডিউল করতে পারবেন।
আইডেন্টি সংক্রান্ত এ ব্যাপারে প্রয়োজনীয় তথ্য জানা যাবে-  0191 216 8050-0191 216 8050 এই টেলিফোন নম্বরে অফিস চলাকালীন সময় সোমবার থেকে শুক্রবার সকাল ৯টা থেকে ৫টা।
ওয়েব সাইট এড্রেস হলো www.gov.uk/dwp-visit । গত ২রা জুন ২০১৪ এই তথ্য ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button